সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিএসএলে দুর্দান্ত শুরু, জাতীয় দল থেকে দূরে থাকলেও আলোচনায়

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে জাতীয় দলে ব্রাত্য থাকলেও একই দিনে আলোচনায় এসেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই।
দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচেই ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করেন এই বিশ্বখ্যাত অলরাউন্ডার। তার অলরাউন্ড পারফরম্যান্সে সেন্ট্রাল ডিসট্রিক্টসকে ২২ রানে হারায় দুবাই।
প্রথমে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। পরে বল হাতে মাত্র ১৩ রানে শিকার করেন ৪ উইকেট—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাকিব বলেন, "এটা লাস্ট মিনিটের কল ছিল। দলের একজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় আমাকে বদলি হিসেবে ডাকা হয়। দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে আমি গর্বিত।"
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, "২০০৭ সাল থেকে এখানে খেলছি। বলা যায়, এটা আমার দ্বিতীয় ঘরবাড়ি। এখানকার কন্ডিশন ভালোভাবে চিনি। জানি কোথায় কীভাবে বল করতে হয়। অ্যামাজনে খেলার অভিজ্ঞতাও কাজে লেগেছে। দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ খুশি।"
তিনি আরও বলেন, “উইকেটে টিকে থাকা জরুরি ছিল, কারণ অন্য প্রান্তে উইকেট পড়ছিল। আমরা ১৬০ রান পার করতে পেরেছি, যা গায়ানার মতো কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর। ছোট টুর্নামেন্ট, তাই শুরুটা গুরুত্বপূর্ণ। আশা করি, এখান থেকে আরও ভালো করব।”
তবে খেলাধুলার বাইরেও সাকিব বর্তমানে আলোচনার কেন্দ্রে। গত সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা ও আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।