বৃষ্টিতে কাঁচা মরিচসহ সবজির বাজারে আগুন, ভোক্তারা বিপাকে

রাজধানীর কাঁচাবাজারে ফের হু-হু করে বাড়ছে কাঁচা মরিচসহ সবজির দাম। কয়েকদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ৮০ থেকে ১২০ টাকায়। শুক্রবার (১১ জুলাই) সেই মরিচই মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।
বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মালিবাগ বাজারে বাজার করতে আসা এক ক্রেতা, বেসরকারি চাকরিজীবী সাজেদুর রহমান বলেন, “আজ ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনলাম ১০০ টাকায়, যেখানে কয়েকদিন আগেও কেজিপ্রতি দাম ছিল মাত্র ৩০ টাকা।”
রামপুরার বিক্রেতা শাহ আলম জানান, বৃষ্টির আগে প্রতি কেজি মরিচ ছিল ৮০–১২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩৫০–৪০০ টাকায়। তিনি বলেন, “টানা বৃষ্টিতে চাষিরা মরিচ তুলতে পারেনি। ফলে বাজারে সরবরাহ কমে গেছে।”
মহাখালী বাজারের বিক্রেতা মাসুদ রানা বলেন, “আগে ১৫-২০ কেজি কাঁচা মরিচ এনে বিক্রি করতাম, এখন দাম বেশি হওয়ায় ২-৫ কেজির বেশি আনি না। বিক্রিও কমে
গেছে।”
শুধু কাঁচা মরিচই নয়, অন্যান্য সবজির দামেও আগুন লেগেছে।
আজকের বাজারে প্রতি কেজি সবজির দাম (টাকা):
করলা: ৬০–৭০
মিষ্টি কুমড়া: ৪০
কচু: ৬০
লাউ: ৬০–৭০
পটল: ৬০–৭০
গাঁজর: ১৫০
টমেটো: ১৮০
চিচিঙ্গা: ৬০
ধন্দুল: ৭০
বরবটি: ৮০
ঢেঁড়স: ৬০–৭০
শসা: ৭০
কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন বলেন, “টানা বৃষ্টিতে মাঠ থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে। আবার অনেক সবজির মৌসুমও শেষ। সব মিলিয়ে দাম বাড়ছে। নতুন মৌসুম শুরু হলে বাজারে স্বস্তি ফিরবে।”
