“জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়”

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩ দশমিক ০৪ শতাংশ থেকে প্রায় ১৪.৫৯ শতাংশ কম। এবারও ফল প্রকাশ ঘিরে কোনো আনুষ্ঠানিকতা ছিল না।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম। ফলাফল প্রস্তুত হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে নানা বার্তা দিতে দেখা গেছে বিভিন্ন তারকা ও বিশিষ্টজনদের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও একটি উজ্জীবনী বার্তা দিয়েছেন।
নিজের পোস্টে তিনি লেখেন—
“জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। এসএসসি রিজাল্ট ২০২৫।”