Times Today
Search to type
No results found

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর অন্যান্য ফায়ার স্টেশন থেকেও আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি উদ্ধার কাজে সহায়তার জন্য মোতায়ন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানান, শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে এই পরিস্থিতি রিপোর্ট করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে বিজিবি কার্যক্রমে অংশ নিয়েছে।

অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় এবং যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দর কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।