‘এ জীবন তোমার আমার’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু, আজ পূর্ণিমার জন্মদিন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ১৯৯৮ সালে ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ১১ জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেওয়া এই নায়িকা আজ জন্মদিন পালন করছেন। মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা, তখনো স্কুল শেষ হয়নি। মায়ের উৎসাহে অভিনয়ের পথে এগিয়ে যান তিনি।
প্রথম সিনেমাতেই রিয়াজের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন পূর্ণিমা। এরপর ২৭ বছর পেরিয়ে গেছে, দীর্ঘ এই সময়ে তিনি অসংখ্য সিনেমায় কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রে তার জুটি বাঁধেছে নায়ক রিয়াজের সঙ্গে। এছাড়াও কাজ করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, আমিন খানসহ প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে।
শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দার নাটকেও সফল হয়েছিলেন পূর্ণিমা। জাহিদ হাসানের ‘লাল নীল বেগুনী’ নাটকে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন। উপস্থাপনা, রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে কাজ ও বিজ্ঞাপন- মডেলিং করেও তার খ্যাতি রয়েছে।
২৭ বছরের ক্যারিয়ারে পূর্ণিমার সর্বোচ্চ সফলতা এসেছে ২০০৩ সালের ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা থেকে, যা মুক্তির পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সর্বশেষ তাকে বড় পর্দায় দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’—যে দুটি সিনেমার কাজ শুরু হয় পাঁচ বছর আগে, তবে এখনও সম্পন্ন হয়নি।
ব্যক্তিজীবনে পূর্ণিমার প্রথম বিয়ে হয় ২০০৭ সালের ৪ নভেম্বর, আহমেদ জামাল ফাহাদের সঙ্গে। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। এরপর ২০২২ সালে করেন দ্বিতীয় বিয়ে।
জন্মদিন উপলক্ষে কোনো বিশেষ আয়োজন না থাকলেও সকাল থেকেই সহকর্মী ও অনুরাগীদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন পূর্ণিমা। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকব। তিনি না থাকলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না।”