৩৬৭ রানে ইনিংস ঘোষণা, লারার রেকর্ড ভাঙলেন না মুল্ডার—‘ভুল করেছে’, বলছেন গেইল

টেস্টে ৩৬৭ রান করেও ইনিংস ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। আর মাত্র ৩৩ রান দূরে ছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের ঐতিহাসিক রেকর্ড থেকে। কিন্তু রেকর্ডের পেছনে না ছুটে দলীয় স্বার্থ ও কিংবদন্তির প্রতি সম্মান দেখিয়ে সেখানেই থেমে যান তিনি।
তবে ব্রায়ান লারা নিজে মনে করেন, মুল্ডারের উচিত ছিল সুযোগের সর্বোচ্চ ব্যবহার করা। সংবাদমাধ্যম সুপারস্পোর্টসকে মুল্ডার জানান, “ব্রায়ান লারার সঙ্গে আমার সংক্ষিপ্ত আলাপ হয়েছে। তিনি বলেছেন, ‘আমি আমার লিগ্যাসি তৈরি করেছি, এখন তোমারটা গড়ার পালা। রেকর্ড ভাঙা হয়—ভাঙার জন্যই।’”
৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে প্রোটিয়ারা ছিল দারুণ দাপটে। ৪ সেশন পার হতেই মুল্ডার অপরাজিত ৩৬৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন। দল তখন ছিল ৬২৬/৫। এমন সময়ে ইনিংস ঘোষণা ছিল অভাবনীয়।
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রোটিয়া কিংবদন্তি শন পোলকও প্রশ্ন তোলেন, “রেকর্ডটা কেন ভাঙলে না?” জবাবে মুল্ডার বলেন, “আমাদের রান যথেষ্ট ছিল। এখন বল করা দরকার ছিল। আর লারা একজন কিংবদন্তি—এটা বাস্তবতা।”
তিনি আরও জানান, “আমি কোচ শুকরি কনরাডের সঙ্গেও আলোচনা করেছি। তিনি বলেছেন, ‘এই রেকর্ড কিংবদন্তির কাছেই থাকুক। তুমি জানো না ভবিষ্যৎ কী আনবে।’”
তবে মুল্ডারের সিদ্ধান্তকে একেবারে পছন্দ করেননি আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এক রেডিও শোতে গেইল বলেন, “ও ভয়ে ভুল করেছে। জীবনেও হয়তো এমন সুযোগ আর আসবে না। ৪০০ রানের দিকে এগিয়ে যাওয়াটা সম্মানের ব্যত্যয় নয়, বরং সুযোগকে সম্মান দেখানো।”
উল্লেখ্য, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের ইনিংস খেলে ব্রায়ান লারা গড়েছিলেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দুই দশক পেরিয়ে গেলেও সে রেকর্ড আজও অক্ষুণ্ন।