‘ভালোবাসার মরশুম’ সিনেমায়, খায়রুল বাশারের বদলে আসছেন গৌরব

পরিচালক এম এন রাজের আসন্ন রোমান্টিক-ড্রামা ছবি ‘ভালোবাসার মরশুম’ ঘিরে ইতোমধ্যেই টালিগঞ্জে জমে উঠেছে আলোচনা। কারণ, এই সিনেমার মূল চরিত্রে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান যোশী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
তবে ছবিটি ঘিরে শুরু থেকেই আলোচনায় ছিলেন আরেক বাংলাদেশি তারকা খায়রুল বাশার। প্রথমে জানা গিয়েছিল, তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু শেষ পর্যন্ত শিডিউল না মেলার কারণে ছবিটি থেকে সরে দাঁড়ান খায়রুল।
খায়রুল বাশার গণমাধ্যমকে বলেন, “সেপ্টেম্বরে ‘ভালোবাসার মরশুম’-এর শুটিং শুরু হওয়ার কথা। একই সময়ে বাংলাদেশে আমার একটি সিনেমার কাজ থাকায় সময় মিলাতে পারিনি। তাই সম্মানের জায়গা থেকেই আমি নিজেই কাজ থেকে সরে দাঁড়িয়েছি।”
খায়রুল বাশারের সরে দাঁড়ানোয় পরিচালকের পক্ষ থেকে নতুন একজনকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, তার জায়গায় এখন দেখা যাবে টালিউডের উদীয়মান অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। তিনি এর আগে ‘একন্নবর্তী’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।
ছবির গল্প আবর্তিত হয় আবির নামের এক কলেজ প্রফেসরকে ঘিরে, যার চরিত্রে অভিনয় করছেন শারমান যোশী। আবিরের অতীতে ছিল প্রেমিকা পারমিতা (সুস্মিতা চ্যাটার্জি), যিনি এখনও তার জীবনে ছায়ার মতো রয়ে গেছেন। বর্তমান জীবনে আবিরের ছাত্রী হিয়া (তানজিন তিশা) তার প্রেমে পড়ে যান। একসময় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন, কিন্তু তারপর আবির ধীরে ধীরে হিয়াকে এড়িয়ে চলতে থাকেন। কেন এই দূরত্ব—সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আসে গল্পে একটি রহস্যময় চরিত্র, যার ভূমিকায় এবার থাকছেন গৌরব রায়চৌধুরী।
পরিচালক এম এন রাজ জানিয়েছেন, ছবিটির শুটিং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। ভারত-বাংলাদেশের অভিনয়শিল্পীদের সমন্বয়ে এই সিনেমাটি দুই বাংলার দর্শকদের জন্যই একটি বিশেষ উপহার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।