নিউ ইয়র্কে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী

ঢালিউডের সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে ছেলের সঙ্গে সময় কাটাতে তার সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী শবনম বুবলীও। যদিও দুজনের যাত্রা ছিল নিভৃত, কিন্তু সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে—আর সেই মুহূর্তের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলোতে দেখা যায়, একটি কালো গাড়িতে করে রুজভেলট আইল্যান্ডের পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন শাকিব, আর একটু পেছনে হাঁটছিলেন বুবলী। দৃশ্যটি ছিল শান্ত, পারিবারিক এবং আবেগময়।
অনেকে মনে করছেন, নিউ ইয়র্কের ব্যস্ত বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে এমন একটি নিরিবিলি পরিবেশ বেছে নেওয়ার পেছনে শাকিব-বুবলীর উদ্দেশ্য ছিল—ছেলে বীরকে নিয়ে নির্বিঘ্নে কিছু সময় কাটানো।
এর আগে ২০২২ সালে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা এবং আরও কিছু শহর ঘুরে দেখেন বাবা-ছেলে। দেশে ফিরে শাকিব বলেছিলেন, “আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর কিছু স্মৃতি।” পাশাপাশি তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।
দুই বছর পর সেই কথা রেখেই এবার শেহজাদ খান বীরকে নিয়ে স্মৃতিময় সময় কাটাচ্ছেন শাকিব। ধারণা করা হচ্ছে, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশে ফিরবেন এই জনপ্রিয় নায়ক।