“কনসার্টে কোটি টাকার পারিশ্রমিক! অরিজিৎ সিংকে নিয়ে বিতর্ক”

মাত্র ৩৮ বছর বয়সেই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হয়ে উঠেছেন অরিজিৎ সিং। তাঁর যাত্রা শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে—আর আজ তাঁর কণ্ঠের ভক্ত সারা বিশ্বজুড়ে। তবে বিগত কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে, অরিজিৎ কি কনসার্ট পারফর্মেন্সের জন্য অতিরিক্ত পারিশ্রমিক নিচ্ছেন?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন খ্যাতিমান সুরকার মন্টি শর্মা, সম্প্রতি পিংকভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে।
এক অনুষ্ঠানের জন্য ২ কোটি রুপি!
মন্টি শর্মা বলেন, “অরিজিৎ যখন আমার সঙ্গে কাজ করত, তখন সে টানা ছয় ঘণ্টা একটা গান নিয়ে বসে থাকত। সেই অরিজিৎ এখন এক একটি কনসার্টের জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছে।”
এই পারিশ্রমিক প্রসঙ্গে মন্টি বলেন, সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগীত জগতে অনেক কিছুই বদলে গেছে।
“আগে একটা সম্পূর্ণ গান আমরা দুই লাখ রুপিতে করতাম, যার মধ্যে অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক—সবই থাকত। এখন শুধু একটা গান করতেও ১৫-২০ লাখ টাকা লাগে।”
সাক্ষাৎকারে মন্টি শর্মা আরও বলেন, “গান এখন শুধু বেতার বা টেলিভিশনের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গান পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে। এই কারণেই অডিও সংস্থাগুলো এখন বেশি আয় করছে, এবং গান তৈরির অধিকাংশ স্বত্ব তারা কিনে নিচ্ছে।”
তিনি জানান, “আজ যদি ১৫-২০ লাখ রুপি ব্যয়ে একটি গান তৈরি করা হয়, তাহলে ৯০ শতাংশ কপিরাইট অডিও সংস্থার অধীনে চলে যায়। শিল্পীর জন্য আয় বা নিয়ন্ত্রণ সীমিত হয়ে পড়ে।”
বিশেষজ্ঞরা বলছেন, অরিজিৎ সিংয়ের মতো শিল্পীর বিপুল জনপ্রিয়তা, আন্তর্জাতিক চাহিদা এবং লাইভ পারফর্মেন্সে টিকিট বিক্রির পরিমাণ বিবেচনায় তার পারিশ্রমিক “অস্বাভাবিক নয়”। তবুও এই অংক সাধারণ মানুষের জন্য বিস্ময়েরই বিষয়।