ইউটিউবে মুক্তি পাচ্ছে আমির খানের ‘সিতারে জামিন পার’, দেখতে খরচ ১০০ টাকা

বহুল প্রতীক্ষিত এবং প্রশংসিত বলিউড সিনেমা ‘সিতারে জামিন পার’ অবশেষে আসছে ইউটিউবে। ১ আগস্ট থেকে জনপ্রিয় এই ছবি মাত্র ১০০ টাকার বিনিময়ে ইউটিউবের ‘সিনেমা অন ডিমান্ড’ সেবায় দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি টাকার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন অভিনেতা ও প্রযোজক আমির খান। তার মূল লক্ষ্য—বিশ্বের প্রতিটি মানুষের কাছে কম খরচে সিনেমাটি পৌঁছে দেওয়া। সে লক্ষ্যেই ইউটিউবকে বেছে নিয়েছেন তিনি।
‘সিতারে জামিন পার’ ইউটিউব ছাড়া অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে না, বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুরসহ ৩৮টি দেশে স্থানীয় মুদ্রায় ছবিটি কেনা যাবে।
সিনেমাটিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা। মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে ছবিটি।
দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা
এই সিদ্ধান্ত প্রসঙ্গে আমির খান বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার ইচ্ছা ছিল যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছায়। ইউটিউব এখন প্রায় প্রতিটি ডিভাইসে থাকে। এই মাধ্যমেই তা সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন, সিনেমা সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। যদি এই উদ্যোগ সফল হয়, তবে সৃজনশীল মানুষরা বিশ্বজুড়ে নিজের গল্প শেয়ার করতে পারবেন, সীমান্ত বা বাধা ছাড়াই।’
আমির খান প্রোডাকশনের সূত্রমতে, ভবিষ্যতে আরও সিনেমা ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। তিনি এখন এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে সিনেমা একটি সার্বজনীন অভিজ্ঞতা হয়ে উঠবে।