যৌন হেনস্তার অভিযোগে মুখ খুললেন বিজয় সেতুপতি: “ভিত্তিহীন, আমি বিচলিত নই”

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন এক নারী। রম্য মোহন নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ বিজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন, যা ঘিরে শোরগোল পড়ে যায় অনলাইন জগতে।
রম্য মোহনের অভিযোগ, দক্ষিণী এক অভিনেতা এক নারীকে বছরের পর বছর ব্যবহার করেছেন এবং পরবর্তীতে মানসিক বিপর্যস্ত ওই নারীকে আশ্রয় নিতে হয়েছে পুনর্বাসন কেন্দ্রে। তিনি সেই অভিনেতার নাম না বললেও ইঙ্গিত ছিল বিজয় সেতুপতির দিকেই।
প্রথমে বিষয়টি নিয়ে নীরব থাকলেও অবশেষে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিজয়। তিনি বলেন, “যারা আমাকে চেনেন, তারা এসব অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে জানি, এবং এই ধরনের নোংরা ও ভিত্তিহীন অভিযোগ আমাকে একটুও বিচলিত করে না।”
অভিনেতা জানান, এমন অভিযোগ শুনে তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা মানসিকভাবে কষ্ট পেয়েছেন।
“টুইটটি পড়ার পর তারা খুব খারাপ অনুভব করছিল। আমি তাদের বোঝাই যেন এ ধরনের ভিত্তিহীন কথায় গুরুত্ব না দেয়। কিছুক্ষণের জন্য হলেও সেই ব্যক্তি সবার মনোযোগ পেয়েছেন—তাকে তা উপভোগ করতে দেওয়া হোক,” — বলেন বিজয় সেতুপতি।
প্রসঙ্গত, রম্য মোহন তার টুইটে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ, মাদকাসক্তি ও আর্থিক দুর্নীতির অভিযোগও তোলেন।
তিনি লেখেন, “আমি এমন একটি মেয়েকে চিনি, যার পরিণতি অত্যন্ত দুঃখজনক। ওই অভিনেতা শুধুমাত্র যৌন হেনস্তাই নয়, অর্থ আত্মসাতেও জড়িত।”
পরে অবশ্য রম্য মোহন ওই টুইট মুছে দেন। তার ভাষ্য, যেহেতু ওই নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তাই টুইটটি ডিলিট করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে অনেকে বলছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও শিল্পীদের ব্যক্তিগত জীবনকে ঘিরে গুজব ছড়ানো যেন নিয়মে পরিণত হয়েছে।