গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন: পুড়ল কোটি টাকার মোবাইল এক্সেসরিজ

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। মাত্র এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে কোটি টাকার মোবাইল এক্সেসরিজ।
সকাল ৯টায় নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত গোডাউনগুলো খোলা শুরু করেন ব্যবসায়ীরা। এক ঘণ্টা পরেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মার্কেটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় আগুন লাগার খবর পেয়ে ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ১০টি ইউনিট যোগ দেয়। মোট ১১টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পঞ্চম তলায় অবস্থিত জজ মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। শাহ পরান নামে আরেক ব্যবসায়ী জানান, জজ মিয়ার গোডাউন দুটিতে প্রায় এক কোটি টাকার মোবাইল এক্সেসরিজ মজুত ছিল।
অন্যদিকে চতুর্থ তলায় তিনটি গোডাউন থাকা আব্দুল মান্নান বলেন, “ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে আমাদের দোকানগুলো আগুনের হাত থেকে বেঁচে গেছে। না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো।”
ভিশন এক্সেসরিজের কর্মচারী জীবন কুমার জানান, তিনি দোকান খুলে কাজ করছিলেন, হঠাৎ চারপাশে ধোঁয়া দেখে তিনি আতঙ্কে নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।