মার্ভেল মাতাতে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র, ‘ডক্টর ডুম’ চরিত্রে পারিশ্রমিক ছাড়ালো ১২০০ কোটি!

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) অন্যতম জনপ্রিয় চরিত্র ‘আয়রন ম্যান’ টনি স্টার্ক হিসেবে ইতিহাস গড়া হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র আবারও আলোচনায়। তবে এবার তিনি ফিরছেন একেবারেই ভিন্ন রূপে—‘ডক্টর ডুম’ চরিত্রে!
শোনা যাচ্ছে, আসন্ন দুটি মার্ভেল ব্লকবাস্টার, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এ থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র। আর এই দুটি ছবির জন্যই তার পারিশ্রমিক তৈরি করেছে নতুন রেকর্ড!
ভ্যারাইটি-র প্রতিবেদন অনুযায়ী, এই দুই ছবির জন্য রবার্ট ডাউনি জুনিয়রের চুক্তির আর্থিক মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ কোটি টাকা।
চুক্তির অংশ হিসেবে তিনি পাচ্ছেন—
১. প্রতি ছবিতে ৫০ মিলিয়ন ডলার বেসিক পারিশ্রমিক,
২. বক্স অফিস বোনাস,
৩. ব্যাকএন্ড পার্টিসিপেশন,
৪. ব্যক্তিগত জেট ব্যবহারের সুবিধা,
৫. আলাদা ট্রেলার ইউনিট,
৬. এবং শুটিং চলাকালে বিশেষ নিরাপত্তা ও সাপোর্ট।
এর আগে, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির জন্য রবার্ট ডাউনি জুনিয়র পেয়েছিলেন প্রায় ৭৫ মিলিয়ন ডলার, যার বেশিরভাগ ছিল বক্স অফিস পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রাপ্ত বোনাস।
নতুন পরিচয়ে রবার্ট, পরিচালনায় রুশো ব্রাদার্স
রবার্ট ডাউনির চরিত্রে বড় চমক হলো তিনি এবার আর ‘আয়রন ম্যান’ নন, বরং ভিলেন শ্রেণির চরিত্র ডক্টর ডুম হিসেবে পর্দায় ফিরবেন বলে গুঞ্জন।
এই দুটি সিনেমা পরিচালনা করবেন জো ও অ্যান্থনি রুসো, যারা আগে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’ পরিচালনা করে তুমুল সফলতা অর্জন করেছিলেন। জানা গেছে, রুশো ব্রাদার্সও এবার ৮০ মিলিয়ন ডলারের মতো বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন।
‘ডুমসডে’ এবং ‘সিক্রেট ওয়ার্স’ থাকবে মার্ভেল ফেজ সিক্স-এর অধীনে। মাল্টিভার্স সাগারকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার জন্য এই দুটি সিনেমা হবে মূল চালিকাশক্তি।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর ২০২৬।
‘সিক্রেট ওয়ার্স’ মুক্তির সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০২৭ সালে।
তবে মার্ভেল স্টুডিও এখনো অফিসিয়ালি এই সিনেমাগুলোর কাস্টিং বা প্লট সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবুও হলিউড অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রবার্ট ডাউনি জুনিয়রের প্রত্যাবর্তন।