“এক বছরেও পূরণ হয়নি অভ্যুত্থানের লক্ষ্য, রাষ্ট্র সংস্কার অপরিহার্য”—তাসনিম জারা
 
                                        
                                    জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও অভ্যুত্থানের মূল উদ্দেশ্য এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (৪ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি বলেন, “যেই উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানবো না।”
তিনি বলেন, “যেই সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যেই পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?”
তাসনিম জারা আরও বলেন, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে নয়, বরং রাষ্ট্রের গঠনমূলক কাঠামো, আইনি প্রক্রিয়া এবং নিরাপত্তা বাহিনীসহ সকল স্তরে সার্বিক সংস্কার ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়।
উল্লেখ্য, এনসিপি সম্প্রতি ‘সেকেন্ড রিপাবলিক’ গঠনের লক্ষ্যে ২৪ দফা একটি রাজনৈতিক ইশতেহার ঘোষণা করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন সংবিধান প্রণয়ন, মানবাধিকার নিশ্চয়তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        