যশোরে নানা আয়োজনে দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাবার্ষিকি উৎযাপন!
যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে পাঠক প্রিয় দৈনিক লোকসমাজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে হোটেল অরিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক মো:আজহারুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি পত্রিকার প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মৃতি চারণ ও লোকসমাজের পথচলার নানা কষ্টের কথা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান। পরে দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, আকরামুজ্জামান ও এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনে নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন, সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি গোপীনাথ দাস ও সাধারণ সম্পাদক এমআর খান মিলনের নেতৃত্বে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফুলের শুভেচ্ছা জানান। এছাড়াও দৈনিক গ্রামেরকাগজ, সূবর্ণভুমি, কল্যান, স্পন্দন, সমাজের কথা, বাংলার ভোরের পক্ষথেকে লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, যশোর জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

