ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা নিয়ে নারীসহ তিনজন গ্রেফতার
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ) রাতে ঝালকাঠি জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানা ও পৌর এলাকার পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন।
ডিবি সূত্রে জানা গেছে, প্রথমে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম এলাকায় রিয়াজুল হক মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা গ্রামে রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযানে সর্বমোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার আবুল হোসেনের স্ত্রী মোসাঃ নাছিমা বেগম (৫৪), গোপালগঞ্জ উপজেলার মোচনা এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার মেয়ে মোসাঃ ছখিনা বেগম (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়ারচর এলাকার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে মোঃ বিলাশ (৩০)।
ডিবি ওসি মো. সেলিম উদ্দীন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


