আজকের দিনটি ফুটবল ইতিহাসে চিরস্মরণীয়: ম্যারাডোনার দুই অতুলনীয় গোলের ৩৫তম বর্ষপূর্তি
ফুটবল ইতিহাসে এমন দৃশ্য বিরল—এক ম্যাচে একবার ‘হ্যান্ড অফ দ্য গড’ এবং চার মিনিটের ব্যবধানে ‘শতাব্দীর সেরা গোল’ দেখা। ১৯৮৬ সালের আজকের দিনে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা এমনই দুই গোল করেছিলেন।
মেক্সিকো বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সাধারণ অ্যাওয়ে জার্সি ছিল গাঢ় নীল। কিন্তু গরমের কারণে হালকা জার্সি খুঁজছিলেন কোচ কার্লোস বিলার্দো। তখনই ম্যারাডোনা হাতে একটি জার্সি নিয়ে বলেন, “বাহ, জার্সিটা সুন্দর, আমরা এটা পরেই ইংল্যান্ডকে হারাব।” এবং সত্যিই সেই জার্সি পরে তিনি ইতিহাস গড়েন।
অ্যাজটেকা স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথমে ম্যারাডোনা হেডের ভান করে বল জালে ঠেলে দেন—ফুটবল বিশ্ব তখন প্রথমবার দেখল ‘হ্যান্ড অফ দ্য গড’। সতীর্থরা প্রথমে উদযাপন করতে এগোয়নি, পরে গোলটি রেফারি নিশ্চিত করেন।
চার মিনিটের ব্যবধানে তিনি করেন ‘শতাব্দীর সেরা গোল’। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে বোকা বানিয়ে গোলরক্ষক পিটার শিলটনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। সেই মুহূর্ত ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়।
ইংলিশ ফরোয়ার্ড গ্যারি লিনেকার পরে বলেন, “আপনি ট্যাকল দিচ্ছেন, সে আপনার পায়ের নিচ দিয়ে বল নিয়ে উধাও হয়ে যাচ্ছে, যেন তার সামনে কেউ নেই। সেটি বিস্ময়জাগানিয়া ছিল।”
চার মিনিটের ব্যবধানে সেই দুই গোল শুধু ম্যাচই বদলে দেয়নি, পুরো ফুটবল ইতিহাসের রূপকথাও গড়ে দিয়েছে। বিতর্কিত ‘হ্যান্ড অফ দ্য গড’ আর পরিপূর্ণ শিল্পের ‘গোল অফ দ্য সেঞ্চুরি’—ম্যাচটির মধ্যে ম্যারাডোনা নিজের নাম খোদাই করেছেন ইতিহাসের পাতায়।


