টপ অর্ডার ভাঙলেও মিডল অর্ডার ব্যর্থতায় হতাশ বাংলাদেশ!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভারে ৩ ছক্কাসহ ২২ রান দেন তানজিম। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। তবে মিডল অর্ডারের দুর্বলতা বাংলাদেশ দলের জন্য এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
এ বছর টি-টোয়েন্টিতে সেরা সময় পার করছে বাংলাদেশ। এক পঞ্জিকাবর্ষে ম্যাচ জেতার সংখ্যায় তারা আগের সব বছর ছাড়িয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের আগে টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবু মিডল অর্ডারের পারফরম্যান্স হতাশাজনক। ২৫ ম্যাচে মাত্র দুটি ফিফটি পেয়েছে বাংলাদেশ, যা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শীর্ষে নয়।
পেস বোলার তানজিম মিডল অর্ডারের দায়িত্বহীনতাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি বলেন, “ফিল্ডাররা ছড়িয়ে পড়ার পর এক–দুই রান করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল। মিডল অর্ডার আরও দায়িত্ব নিতে পারত।” অধিনায়ক লিটন দাসও সমালোচনা করেছেন শামীম হোসেনকে, যিনি শেষ ১৩ ম্যাচে ছয়বার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
সিরিজের দ্বিতীয় ম্যাচ চট্টগ্রামে আগামীকাল, শেষ ম্যাচ ৩১ অক্টোবর। বাংলাদেশ এখন দেখবে মিডল অর্ডারের এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে কি না।


