ইংল্যান্ডকে উড়িয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিউজিল্যান্ডের
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল স্বাগতিক কিউইরা।
সিডন পার্কে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে নিউজিল্যান্ডের বোলাররা। প্রায় আড়াই বছর পর দলে ফেরা পেসার ব্লেয়ার টিকনার ৮ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। তার সঙ্গে নাথান স্মিথ দুটি এবং ডাফি, স্যান্টনার, ফাউলকস ও ব্রেসওয়েল একটি করে উইকেট নিলে ইংল্যান্ড মাত্র ৩৬ ওভারে ১৭৫ রানেই অলআউট হয়ে যায়।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন আট নম্বরে নামা জেমি ওভারটন। এছাড়া অধিনায়ক হ্যারি ব্রুক ৩৪ ও জো রুট ২৫ রান করেন।
১৭৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে জোফরা আর্চারের তোপের মুখে পড়ে। রানের খাতা খোলার আগেই উইল ইয়ংকে হারায় তারা। তবে রাচিন রবীন্দ্রর ফিফটি (৫৪) এবং কেন উইলিয়ামসনের ২১ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামাল দেয় কিউইরা।
মাঝপথে দ্রুত আরও কয়েকটি উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনারের অবিচ্ছিন্ন জুটিতে ১০১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। মিচেল ৫৬ ও স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ২৩ রানে ৩ উইকেট নেন।
আগামী শনিবার ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।


