"যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না" —মো. তারেক রহমান
আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের দাবি জানিয়েছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, “সামনের নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই—এই কথাটি আমরা ইনিয়েবিনিয়ে বলিনি, স্পষ্ট করে বলেছি। যারা জনগণের সামনে যেতে ভয় পাচ্ছেন, তারা যাইয়েন না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “যে অপরাধে লীগকে-জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছেন, জামায়াত তার চেয়ে বহুগুণ বড় অপরাধী। জনগণ কাউকে গ্রহণ করলে কয়েকটি দল মিলে বাদ দেওয়ার আপনারা কে? আপনারা কারা, আপনারা কি সব জনগণের প্রতিনিধি? সামনে সব দলের অংশগ্রহণ না হলে বড় দল হিসেবে বিএনপিকেই এর দায় নিতে হবে।”
তিনি আরও বলেন, “একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আমি একা প্রেস ক্লাবে এক মাস অবস্থান কর্মসূচি করেছিলাম। তখন অনেকেই পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল। জাতীয় নির্বাচনের দিন ইসি অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ হামলে পড়ে—মাত্র ২৫-৩০ জন সাহসী মানুষ পাশে পেয়েছিলাম।”
তারেক রহমান বলেন, “আজ সেই ভয়ংকর কাজটাই করছি। আমি এখনো দৃঢ়ভাবে বলছি, সব দলের অংশগ্রহণ লাগবে—এটা ছাড়া নির্বাচন বয়কট করব আমরা।”
জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গে তিনি আরও বলেন, “জুলাইয়ে যারা অপরাধ করেছে, তাদের বিচার চাই। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের পর যারা গাজী টায়ার লুট করে পুড়িয়ে দিয়েছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। গণ-অভ্যুত্থানে গিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। যেসব নির্দোষ পুলিশ মারা গেছে, তাদের পরিবারের ক্ষতিপূরণও আমরা চাই।”


