যশোরে ট্রাকচাপায় নিহত ইমামুল হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
যশোরে ট্রাকচাপায় নিহত ইজিবাইক চালক ইমামুলের হত্যার ন্যায়বিচার, ঘাতক ট্রাকচালক ও মালিকের গ্রেফতার এবং নিহতের পরিবারের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করেন শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, "গত ২৬ অক্টোবর যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের ইজিবাইক চালক ইমামুল নিজের গাড়ির চাকা ঠিক করছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক ইমামুলসহ তার ইজিবাইককে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ইমামুলের মর্মান্তিক মৃত্যু হয়। "
পরে স্থানীয়রা গরীবপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করলেও, প্রভাবশালী ট্রাক মালিক চৌগাছার আতিকুর রহমান লেন্টু সেটি ছাড়িয়ে নিয়ে যান। নিহত ইমামুলের পরিবার ক্ষতিপূরণ দাবি করলে ট্রাক মালিক লেন্টু অমানবিকভাবে বলেন, "রাস্তায় গাড়ি চললে এরকম দুই, একটা মানুষ মরবেই। "
এই নির্মম ও উদ্ধত্যপূর্ণ মন্তব্যে ডিহি ইউনিয়নসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, "এমন ঘৃণ্য ও নির্দয় মনোভাব সমাজে অমানবিকতার পরিচায়ক। তারা ঘাতক ট্রাকচালক ও মালিকের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। "
নিহত ইমামুল জন্মের পরপরই পিতৃহীন হন। তিনি রেখে গেছেন গর্ভবতী স্ত্রীকে। বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান, নিহত ইমামুলের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে নিহতের ভাই নাজমুল হোসেনসহ স্থানীয় জিহাদ হোসেন, সোহান প্রধানিয়া, ফিরোজ হোসেন, বাবুল হোসেন, সবুজ হোসেন, এরশাদ আলী, রহিম হোসেন, আরিফ হোসেন, ও আজিজুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন ফাইম আল ফাত্তাহ, সাবেক মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর।


