সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পরিচালনার সিদ্ধান্ত, জানাল শিক্ষা মন্ত্রণালয়

সরকারি সাত কলেজকে চারটি পৃথক স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।
তিনি জানান, সাত কলেজকে স্কুল অব সায়েন্স, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিস– এই চার ভাগে বিভক্ত করা হবে।
স্কুল অব সায়েন্স-এর অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজ।
স্কুল অব বিজনেস স্টাডিজ-এর আওতায় থাকবে সরকারি বাঙলা কলেজ।
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ-এ যুক্ত থাকবে সরকারি তিতুমীর কলেজ।
আর স্কুল অব ল অ্যান্ড জাস্টিস-এর অধীনে থাকবে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
মজিবুর রহমান জানান, সাত কলেজে একজন প্রধান প্রক্টরের পাশাপাশি ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন। এছাড়া, একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও পরীক্ষার তারিখ, ফলাফল জটিলতা ইত্যাদি কারণে সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিলেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রশাসনিক ও একাডেমিক কাঠামো সংস্কারের লক্ষ্যে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।