জুয়ার আসর থেকে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতা সহ ৯ জন আটক!
 
                                        
                                    জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, কৃষক দলের যুগ্ন আহবায়ক সহ ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জামালপুর ডিবি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই রাতে কামালের বার্ত্তী এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি- এর একটি আভিযানিক দল।
এসময় জুয়ার আসর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেরুপ হাসান খোরশেদ, ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, বাবুল মিয়া, বিলেত আলী, আজাদ মিয়া, মজনু মিয়া, আবদুল মান্নান, শফিক মিয়া, মো. আব্দুল্লাহ।
জামালপুর ডিবি-২ এর নুরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের বুধবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        