ঝালকাঠিতে ট্রলি উল্টে বিদ্যুৎ শ্রমিক নিহত, আহত ৬
 
                                        
                                    ঝালকাঠির বিকনা এলাকায় বিদ্যুৎ মালামালবোঝাই ট্রলি উল্টে এক শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিকনা বাকলাই বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহত শ্রমিকের নাম সোহেল (৩০), বরিশালের বানারীপাড়া উপজেলার নুর আকনের ছেলে। আহতরা হলেন— রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকার আবুল বাশারের ছেলে সোলাইমান (২২), নড়াইল জেলার মুসা মোল্লার ছেলে ইমন হোসেন (২০), একই জেলার বগুরা এলাকার গোলাম রসুল মোল্লার ছেলে সামিউল মোল্লা (২৭), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. রাসেলের ছেলে মো. রোহান (১৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গোয়ালন্দ এলাকার শফিকুল শরীফের ছেলে মো. হামিম শরীফ (১৮), এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক হামিম শরীফ জানান, তারা ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে পল্লী বিদ্যুতের লাইনের কাজ শেষে রাতে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় ফিরছিলেন। পথে বিকনা বাকলাই বাড়ির সামনে পৌঁছালে বিদ্যুৎ মালামালবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তখন ট্রলিতে চালকসহ আটজন শ্রমিক ছিলেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি জানান, রাত সাড়ে ৯টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সোলাইমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সবাই পল্লী বিদ্যুৎ ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মালামালবোঝাই ট্রলি উল্টে এক শ্রমিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        