ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত!
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপি থেকে ভোলা-১ (ভোলা সদর) আসনে জোটের মনোনয়ন না পেলেও বিজেপির নিজস্ব দলীয় মার্কার পক্ষে নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনী প্রচার ও র্যালী করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র দল।
বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোলা নতুন বাজার বিজেপির জেলা অফিসের সামনে থেকে গরুর গাড়ি মার্কার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করে তারা।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে। এ সময় নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কা সহ বিভিন্ন শ্লোগান দিয়ে দলকে চাঙ্গা করে নির্বাচন করার জানান দেয়। বিজেপির এ কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে নানা শংকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে তাদের এ নির্বাচনী প্রচার প্রচারনার র্যালীটি।
র্যালী শেষে এক পথসভায় দলটির জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাছিম বিল্লাহ নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, "আপনারা কেউ ভেঙ্গে পড়বেন না, এ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। "
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানোষ ঘোষ শান্ত সহ দলের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। তবে ৩ নভেম্বর ভোলা সদর -১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন ঘিরে বিজেপির নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে। অবশেষে জেলা বিজেপির নেতৃবৃন্দ তাদের অবস্থান স্পষ্ট করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ভোলা -১ সদর আসন থেকে তার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। আজকের প্রচার প্রচারনার র্যালী তারই অংশ।


