ঝালকাঠিতে চার মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নান্টু শরীফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাকে নলছিটি থানায় আনা হয়েছে। এর আগে বুধবার ভোর রাতে টাঙ্গাইল জেলা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। গ্রেপ্তার নান্টু শরীফ নলছিটি পৌরসভার নাঙ্গুলী এলাকার আব্দুল ওয়াহেদ শরীফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
পুলিশ জানায়, নান্টু শরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা চলমান রয়েছে। তার মধ্যে তিনটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এবং ২০১৭ সালের একটি চুরির মামলায় চলতি বছরে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা নান্টু শরীফের অবস্থান শনাক্ত হয় টাঙ্গাইল জেলায় আছে। এরপর নলছিটি থানার এসআই মিজানুর রহমান ও এএসআই নাজমুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে নান্টু শরীফকে নলছিটি থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’


