‘ইকোজ অব রেভল্যুশন ২.০’, গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে
আবারও ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে।
সংগঠনের সহপ্রধান আয়োজক ও স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ এবারও যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)-এর তহবিলে। আহত ও শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতেই ব্যয় করা হবে ওই অর্থ। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, এবারও দেশি–বিদেশি শিল্পী ও ব্যান্ড অংশ নেবেন কনসার্টে। লোকসংগীত, কাওয়ালি ও জনপ্রিয় গান প্রাধান্য পাবে। শুধু সংগীত নয়, জুলাই বিপ্লবের ওপর আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটকও প্রদর্শন করা হবে।
স্পিরিটস অব জুলাই বিজ্ঞপ্তিতে অভিযোগ করে জানায়, বিপ্লব-পরবর্তী সময়ে বিভিন্ন মহল জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিকৃত করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং আন্দোলনের চেতনা ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হচ্ছে।
‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টের শুরুতে থাকবে লোকসংগীত ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া রাখা হবে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি, মঞ্চনাটক ও ভিডিওচিত্র।
‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম গত বছরের ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত
আয়োজকেরা আরও জানিয়েছেন, শিগগিরই ভেন্যু চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারিখ ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


