যশোরে র্যাবের অভিযানে ৪ লাখ ২৯ হাজার টাকার জাল নোট ও সরঞ্জাম উদ্ধার : আটক _১
যশোরের মনিহার এলাকা থেকে ৪ লক্ষ ২৯হাজার ৬শো টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-৬, সিপিসি-৩। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে তারা সন্ত্রাসী, মাদককারবারি, প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে (২০ নভেম্বর)মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাব-৬, সিপিসি-৩ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ইব্রাহিম গাজি (১৯) নামের এক যুবককে ৯০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গনেশপুরস্থ বাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জাম ও আরও জাল নোট রয়েছে।
এরপর র্যাব সদস্যরা ইব্রাহিমের বাড়িতে তল্লাশি চালিয়ে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩ লক্ষ ৩৯হাজার ৬শো টাকার জাল নোট উদ্ধার করে। সর্বমোট উদ্ধারকৃত জাল টাকা দাঁড়ায় ৪ লক্ষ ২৯হাজার ৬শো টাকা।
র্যাব জানায়, গ্রেফতার ইব্রাহিম গাজির বিরুদ্ধে আইনগত সংশ্লিষ্ট ধারায় মামলা করে জব্দকৃত আলামত ও তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

