ভুয়া সার্টিফিকেটে চিকিৎসা সেবা!দুর্গাপুরে চিকিৎসক আটক
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা বাজার এলাকা থেকে প্রাকবীন সাংমা নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নিজস্ব চেম্বার থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন প্রাকবীন সাংমা। চেম্বারে তিনি হার্বাল ও হোমিওপ্যাথির চিকিৎসাও দিতেন। এমনকি রোগীদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধও লিখে দিতেন বলে অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, “তথ্য-উপাত্ত যাচাই করে আমরা নিশ্চিত হই যে প্রাকবীন সাংমা ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের প্রতারণা করছে। ঘটনাস্থলে এসে দেখি তার সার্টিফিকেট ভুয়া, এমনকি ‘এমবিবিএস’ শব্দের সঠিক অর্থও তিনি জানেন না।”
ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


