তারকাবিহীন ‘সাইয়ারা’র ঝড়, প্রথম দিনেই ২০ কোটি রুপি আয়

কোনো নামকরা তারকা ছাড়াই বক্স অফিসে চমক দেখাচ্ছে মোহিত সুরি পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইয়ারা’। গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ছবিটি ২০ কোটি রুপি আয় করেছে, যা বলিউডে নতুনদের জন্য এক বিরল সাফল্য।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। দুজনেরই এটি বড় পর্দায় প্রথম উপস্থিতি। এর পরও সিনেমাটি যে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে, তা প্রেক্ষাগৃহের ভেতরের দৃশ্যই প্রমাণ করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিনেমা হলে দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের মতো পরিবেশ তৈরি করেছেন। পর্দায় আহান পান্ডের উপস্থিতিতে উল্লাসে ফেটে পড়ছেন অনেকে—চিৎকার, করতালি, শিসে মুখর হয়ে উঠছে পুরো হল।
দর্শকদের মতে, ছবির গল্প হৃদয়ছোঁয়া এবং আবেগময় প্রেম কাহিনি দর্শকদের নাড়া দিয়েছে। এক দর্শক লিখেছেন, “যখন সেই গানটা বাজে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তো কেঁদেই ফেলেছি।” আরেকজন মন্তব্য করেন, “বিশ্বাসই হচ্ছে না, ‘সাইয়ারা’-র মতো একটি সিনেমার জন্য মানুষ এতটা উন্মাদ হয়ে যেতে পারে!”
পরিচালক মোহিত সুরি এর আগে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’-এর মতো আবেগনির্ভর রোমান্টিক ছবি পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। ‘সাইয়ারা’-তেও সেই ধারার ছাপ স্পষ্ট।
প্রসঙ্গত, আহান পান্ডে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ভাই। তাঁর এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে বলিউডে আরও এক নতুন মুখের শক্তিশালী আগমন ঘটলো। অন্যদিকে, নবাগত অভিনেত্রী অনীত পাড্ডাও প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের কাছ থেকে।