বাগেরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন ও জুলাই যোদ্ধাদের সম্মাননা

বাগেরহাটে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। গত শনিবার (২ আগষ্ট) বিকাল জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে বাগেরহাটের জুলাই যোদ্ধা ও শহীদদের পরিপারকে সম্মাননা প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক অঃদাঃ সাহেলা পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, শহীদ মাহফুজের বাবা আব্দুল মান্নান, শহীদ বিপ্লবের বাবা পারভেজ শেখ, শহীদ নুরুর স্ত্রী মরিয়ম বেগম স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।