কাশ্মির হামলার স্মৃতিতে ভেঙে পড়লেন ভারতী সিং, বললেন ‘রাতভর কাঁদছি’

কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সেই বিভীষিকার রেশ কাটিয়ে উঠতে পারছেন না অনেকেই। ছুটি কাটাতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করা ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংও আবেগে ভেঙে পড়েছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে মন খুব খারাপ। যতবার পেহেলগামের ভিডিও দেখি, ততবার কেঁপে উঠি। সারারাত ঘুমাতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলোর মুখ মনে পড়লে আর সহ্য হয় না।’
তিনি আরও বলেন, এমন ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের ওপর। যাদের পর্যাপ্ত সামর্থ্য নেই, তারা কাশ্মীর, মানালি, সিমলার মতো জায়গায় ঘুরতে যান। কিন্তু এখন সেই আনন্দটাই আতঙ্কে ঢেকে যাচ্ছে।
শৈশবের স্মৃতি তুলে ধরে ভারতী বলেন, ‘ছোটবেলায় আমাদের বেড়াতে যাওয়ার মানেই ছিল বৈষ্ণোদেবী মন্দির। এখনও দেশের অনেক মানুষ বছরের সঞ্চয় খরচ করে একবার ঘুরতে যান। এখন সেই স্বপ্নটাই যেন ভেঙে যাচ্ছে।’
ভিডিওর শেষে দেশজুড়ে শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে যেন শান্তি থাকে, মানুষ যেন নিরাপদে জীবন কাটাতে পারে—এটাই এখন সবচেয়ে বড় প্রার্থনা।’
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতী দ্বিতীয়বার মা হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। ভবিষ্যতে কন্যাসন্তানের মা হওয়ার জন্য প্রার্থনাও করছেন তিনি।