বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
 
                                        
                                    শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর আনু সরকারকান্দি গ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ গাজী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত ফরিদ গাজী ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের গাজী কান্দি গ্রামের শামসুল গাজীর ছেলে এবং এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদ গাজী তার আত্মীয় শাহজালাল সরদারের নতুন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। সংযোগ দেওয়ার সময় তিনি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতেই ঝুলে থাকেন। পরে স্থানীয়রা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। তবে স্বজনরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সখিপুর পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. শাহাবুদ্দিন জানান, "আমাদের ১১ হাজার ভোল্টের ফেজ তারের লাইন চালু থাকা অবস্থায় এক ব্যক্তি পিভিসি পাইপ কেটে তারে ঢুকাচ্ছিল। লাইন চালু থাকা অবস্থায় ভুল কাজ করতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আমাদের জানালে অফিসের লোক গিয়ে তাকে উদ্ধার করেন। জানতে পারলাম তিনি মারা গেছেন। মনে হয় তিনি এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।"
এবিষয়ে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        