যশোরে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণ!
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে সদর উপজেলা রামনগর ইউনিয়ন যুবদল। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের কুয়াদা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কুয়াদা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম বাবু ও আতিকুল ইসলাম মান্না সদস্য জেলা যুবদল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন হোসেন, সাধারণ সম্পাদক মো. আলিমউজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমুসহ ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেটে অনিন্দ্য ইসলাম অমিতের সালাম নিন, ধানের শীষে ভোট দিন স্লোগানটি স্থান পায়। নেতৃবৃন্দ এ সময় যশোর-৩ আসনে বিএনপির একক মনোনয়ন প্রত্যাশী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সালাম পৌঁছে দেন।
চলমান এই প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


