কৃষি পুনর্বাসন খাতে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ!
শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় নকলা উপজেলা পরিষদ হল রুমে বীজ ও সার বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এদিন দুপুর ১টায় নকলা উপজেলা ৩ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ইউরিয়া এবং ১০ কেজি করে এমওপি বিতরন করা হয়। এরপর দুপুর ২ টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে শেরপুর সদরের ৫ হাজার ২০০ কৃষকের মাঝে সরিষা বীজ, ১০ কেজি করে ইউরিয়া এবং ১০ কেজি করে এমওপি বিতরন করা হয়।
জেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় জেলার ৫ উপজেলার ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হবে।


