মর্যাদার লড়াইয়ে সরকারি মাধ্যমিক শিক্ষকরা: ‘আমরা জাতি গড়ি, অথচ বৈষম্যের শিকার’
ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিনের বৈষম্য ও পদোন্নতির সীমাবদ্ধতার বিরুদ্ধে Wednesday (২০ আগস্ট) ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। কর্মসূচি আয়োজিত হয় “ভোলা জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার”-এর উদ্যোগে।
শিক্ষকরা বলছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজ শিক্ষকদের মতো মর্যাদা পাননি। কলেজের শিক্ষকরা প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা পান, অথচ মাধ্যমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় সীমাবদ্ধ। এই বৈষম্য শিক্ষার মান এবং শিক্ষকদের কর্মোদ্দীপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকদের জন্য চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়িত হলে পদোন্নতির সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে। দীর্ঘ সময় ধরে পদোন্নতি না পাওয়ায় অনেক শিক্ষক অবসরে যাচ্ছেন।
শিক্ষকরা আরও জোর দেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন এবং শিক্ষকদের প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ ধরণের পদক্ষেপের মাধ্যমে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পর্যায়ে উন্নীত করা সম্ভব হবে এবং শিক্ষকদের মর্যাদা ও জীবনমান বৃদ্ধিতে সহায়ক হবে।
মানববন্ধন থেকে শিক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সংস্কার এবং ন্যায্য মর্যাদার প্রতিশ্রুতি দাবি করা হয়েছে। শিক্ষার্থীর শিখন দক্ষতা ও শিক্ষার মান বৃদ্ধিতে এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন।


