জুলাই গণঅভ্যুত্থান বিরোধীদের সঙ্গে কোনো ঐক্য নয়: আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা কোনো বিভাজন চাই না। কিন্তু কেউ যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়।”সোমবার (১৪ জুলাই) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন আমরা দেখছি, সেই দুর্নীতির সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে। হাসিনার পতন নয়, বরং আমরা চাই এই ফ্যাসিবাদী সিস্টেম বন্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠিত হোক। কিন্তু সেই ফ্যাসিবাদী কাঠামোর নতুন রক্ষক হয়ে উঠেছে বিএনপি।”
তিনি আরও বলেন, “মুজিববাদ একটি বিভাজন সৃষ্টি করেছে, যা দেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই ৭২-এর সংবিধান এখন বিএনপির মতো দল সংরক্ষণ করতে চাইছে। ফলে তারা হয়ে উঠেছে নতুন মুজিববাদের পাহারাদার। বিএনপি এখন দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংগঠনে পরিণত হয়েছে। তাই তাদের প্রতিহত করতেই হবে।”
বিদেশি হস্তক্ষেপের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা বলেছিলাম, বাংলাদেশের শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। অথচ আমাদেরই মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল হই। যত ষড়যন্ত্রই হোক, জুলাই পদযাত্রা চলবে। আমরা এই ষড়যন্ত্রের জবাব দেবো জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা, সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে বেলা ১১টায় সার্কিট হাউস থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হৃদয় তোরা চত্বরে এসে শেষ হয়।