যশোরে ৩৭৯০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ!
 
                                        
                                    যশোর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) যশোর সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শারমিন আক্তার। তিনি বলেন, "কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের জীবনমান উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে এবং যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে।এতে উৎপাদন খরচ কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। "
সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা সভাপতিত্ব এ উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনয়ারুল কবির নান্টু, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা বলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩,৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বসতবাড়ি ও মাঠে চাষাবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হর বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        