সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ: আসিফ মাহমুদ
বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর জাতীয় দলে খেলতে পারবেন না। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
উপদেষ্টা বলেন, “তাকে বাংলাদেশের পতাকা বা জাতীয় জার্সি বহন করার অনুমতি দেওয়া হবে না। বোর্ডকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সাকিব কখনোই আর বাংলাদেশ দলে খেলতে পারবেন না।”
ঘটনার সূত্রপাত ফেসবুকে সাকিবের এক পোস্টের কারণে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিব শুভেচ্ছা জানান, যা নিয়ে উপদেষ্টা ও সাকিবের মধ্যে ভার্চুয়াল বিতর্ক তৈরি হয়।
সাকিব আত্মপক্ষ সমর্থনে বলেন, “শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক খেলাধুলার মাধ্যমে গড়ে উঠেছে। আমি কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে শুভেচ্ছা জানাইনি।”
পাঁচ আগস্টের পর সাকিবের নামে দেশে হত্যামামলা এবং বিভিন্ন আর্থিক ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয়েছে। গণঅভ্যুত্থানের পর তিনি দেশে ফিরতে পারেননি। বিদেশে পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলার পর তার জাতীয় দলের ক্যারিয়ার থমকে গেছে। ক্রীড়া উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এবার জাতীয় দলে সাকিবের রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে।


