অস্ট্রেলিয়ার দুরন্ত সফর, ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে ক্লিন সুইপ

টেস্ট সিরিজে শুরু হয়েছিল পরাজয় দিয়ে। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখালেও শেষরক্ষা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে টেস্টের তিন ম্যাচ ও টি-টোয়েন্টির পাঁচটি ম্যাচ—সবকটিতেই হেরে অস্ট্রেলিয়ার কাছে ৮-০ ব্যবধানে সিরিজ হারল ক্যারিবিয়ানরা।
ব্রিসবেনে মঙ্গলবার অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১৭০ রানের মাঝারি পুঁজি নিয়েও জয় অধরা রইল স্বাগতিকদের। তিন উইকেট ও ১৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া, যা নিশ্চিত করে পূর্ণাঙ্গ সফরে একটিও ম্যাচ না হারা বিরল কীর্তি।
সিরিজের আগের চার টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ম্যাচ ছিল সম্মান রক্ষার লড়াই। শিমরোন হেটমায়ারের ৩১ বলে ৫২ রানে ভর করে ১৭০ রানের লড়াকু স্কোর গড়ে স্বাগতিকরা। তবে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার দৃঢ়তায় জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। শুরুতে টপ অর্ডার ব্যর্থ হলেও মিচেল মার্শের নেতৃত্বাধীন দল সঠিক সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয়।
টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে জয়কে অবিশ্বাস্য মনে করছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ম্যাচ শেষে তিনি বলেন, “সিরিজ শুরুর সময় ৫-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা করিনি। তবে দুর্দান্ত ক্রিকেট খেলেছি। এই কীর্তি এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল করতে পারেনি।”
অন্যদিকে, ব্যর্থতার দায় ব্যাটারদের ঘাড়ে চাপিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তাঁর ভাষ্য, “পুরো সিরিজে আমরা একবারও নিখুঁত ব্যাটিং করতে পারিনি। ভালো শুরু হলে শেষটা খারাপ হয়েছে, আর না হয় উল্টোটা। এমন পারফরম্যান্স দিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কিছু করার সুযোগ থাকে না।”
সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে ২০১৭ সালে ভারতের শ্রীলঙ্কা সফরেই প্রথমবার এমন কীর্তি গড়া হয়, যেখানে টিম ইন্ডিয়া তিন ফরম্যাট মিলিয়ে ৯-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে। এবার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হারিয়ে সেই তালিকায় নিজেদের নাম তুলল।