অস্ট্রেলিয়া সফর দলে মিচ ওয়েন, ওয়ানডে অভিষেকের অপেক্ষায় তরুণ অলরাউন্ডার

ওয়েস্ট ইন্ডিজে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হাতে পেলেন র তরুণ অলরাউন্ডার মিচ ওয়েন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। এতে করে ওয়ানডে অভিষেকের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ ম্যাচে ১২৫ রান ও ২ উইকেট শিকার করে নজর কাড়েন মিচ ওয়েন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই জায়গা মিলেছে শক্তিশালী অস্ট্রেলিয়া স্কোয়াডে।
অসুস্থতা ও বিশ্রামের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্টার্ক খেলছেন না এই সিরিজে। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড। তবে অবসর নেওয়ায় ওয়ানডে স্কোয়াডে নেই স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশেন ও উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। থাকছেন তরুণ দুই পেসার জাভিয়ের বারলেট ও ল্যান্স মরিসও।
অস্ট্রেলিয়ার সফর শুরু হবে ১০ ও ১২ আগস্ট দুই টি-টোয়েন্টি দিয়ে। এরপর ১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু ১৯ আগস্ট, বাকি দুই ওয়ানডে হবে ২২ ও ২৪ আগস্ট।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচ ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বারলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচ ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।