সাইম আয়ুবের নৈপুণ্যে লডারহিলে সহজ জয় পাকিস্তানের

লডারহিলে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানে সহজ জয় তুলে নিয়েছে পাকিস্তান। যদিও স্কোরকার্ড বলছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই, বাস্তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শুরু থেকেই সফরকারীদের হাতে। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ অলরাউন্ডার সাইম আয়ুব।
টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ভালো সূচনা এনে দেন সাইম আয়ুব। ৩৬ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে দেয় বড় সংগ্রহের ভিত। ইনিংসের শেষদিকে হাসান নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৩১ বলে পাকিস্তান তোলে ৫৮ রান। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা হয় ১৭৮ রান।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতে আফ্রিদির কিপটে বোলিং বাদে বাকিদের ওপর চড়াও হয় ক্যারিবিয়ান ব্যাটাররা। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের দুই স্পিনার—মোহাম্মদ নওয়াজ ও সুফিয়ান মুকিম। মাঝের ওভারগুলোতে সুনির্দিষ্ট লাইন-লেংথে বোলিং করে রানের চাকা থামিয়ে দেন তাঁরা। পাওয়ারপ্লে পরবর্তী আট ওভারে মাত্র ৩৭ রান তুলে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
শেষদিকে কিছুটা উত্তেজনা ফেরান জেসন হোল্ডার। ১২ বলে ৩০ রানের ইনিংসে মারেন চারটি ছক্কা। শেষ দুই ওভারে আসে ৩৮ রান, কিন্তু তখন পর্যন্ত ম্যাচ অনেকটাই হাতছাড়া।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে পাকিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি টানা ষষ্ঠ টি-টোয়েন্টি হারের লজ্জা।