বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতায় র্যাংকিংয়ে বড় ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেটাররা

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান। মাঠের এই ব্যর্থতা সরাসরি প্রতিফলিত হয়েছে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ২০ ধাপ পিছিয়ে তিনি এখন ৫০তম স্থানে, রেটিং পয়েন্ট ৫১৪। তরুণ ওপেনার সাইম আয়ুব তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৪ নম্বরে, আর হাসান নওয়াজ ২২ ধাপ পিছিয়ে এখন ৬৮তম।
দলে না থেকেও এক ধাপ করে পিছিয়ে পড়েছেন অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তারা বর্তমানে রয়েছেন যথাক্রমে ১৩ ও ১৪ নম্বরে।
তবে ইতিবাচক দিক হলো ফখর জামানের অগ্রগতি। ধারাবাহিক ব্যাটিংয়ের সুবাদে তিনি ৮ ধাপ এগিয়ে এখন আছেন ৭৯ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৪২৬।
অধিনায়ক সালমান আলি আগা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার কারণে ১৮ ধাপ পিছিয়ে এখন ৯৩তম স্থানে, পয়েন্ট ৩৯৬।
বোলিংয়েও একই চিত্র। পেসার আব্বাস আফ্রিদি দুই ধাপ পিছিয়ে ২২তম স্থানে, রেটিং পয়েন্ট ৬০৮। হারিস রউফ নেমেছেন চার ধাপ, বর্তমান অবস্থান ২৪তম (পয়েন্ট ৫৯৩)। দলে না থাকলেও দুই ধাপ পিছিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, এখন ৩৬তম (পয়েন্ট ৫৪১)।
একমাত্র ব্যতিক্রম লেগস্পিনার আবরার আহমেদ। তিনি ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৪৯৯। তবে সহ-অধিনায়ক শাদাব খান পিছিয়েছেন চার ধাপ, এখন ৬৫তম।
শীর্ষস্থানে কারা?
ব্যাটিংয়ে শীর্ষ তিন:
১. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
২. অভিষেক শর্মা (ভারত)
৩. তিলক ভার্মা (ভারত)
বোলিংয়ে শীর্ষ তিন:
১. জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)
২. আদিল রশিদ (ইংল্যান্ড)
৩. বরুণ চক্রবর্তী (ভারত)