টি-টোয়েন্টিতে বাংলাদেশের জাগরণ: বিশ্বকাপ নিয়ে আশাবাদী তামিম

মাত্র ক’মাস আগেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতায় নিমজ্জিত ছিল বাংলাদেশ। কিন্তু মাত্র এক মাসে দৃশ্যপট বদলে গেছে নাটকীয়ভাবে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল এখন জয়ের রাস্তায় ফিরেছে এবং প্রতিপক্ষদের বিপক্ষে একের পর এক সাফল্য তুলে নিচ্ছে।
গত ১৩ জুলাই ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু করে টাইগাররা। এরপর কলম্বোতে সিরিজের বাকি ম্যাচ জিতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে দেশে ফিরে দ্বিতীয় ম্যাচেই ৮ রানের নাটকীয় জয় তুলে নেয় লিটনের দল। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় আরেকটি সিরিজ জয়।
এই ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই দল যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছু করে দেখাতে পারবে।
তামিমের ভাষায়, বাংলাদেশ সাধারণত টি-টোয়েন্টিতে এমন ধারাবাহিক সাফল্যের মুখ দেখে না। কিন্তু তরুণ এই দলটি যেভাবে এগোচ্ছে, তাতে বিশ্বমঞ্চে ভালো কিছু করা সম্ভব।
এ বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে লিটন দাসের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়। শুরুটা ভালো হলেও সিরিজ জিততে পারেনি দল। এরপর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশের হতাশা। টানা ছয় ম্যাচ হারের পর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে ফিরে এসেছে আত্মবিশ্বাস।
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জয়কে ‘বাংলাদেশ ক্রিকেটের পুনর্জাগরণ’ হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, এই জয় শুধু খেলোয়াড়দের নয়, দেশের প্রতিটি ক্রিকেটভক্তের প্রাপ্য। তরুণ এই দলটি সমালোচনার মধ্য দিয়ে গেছে, কিন্তু এখন জয় পাওয়ায় আত্মবিশ্বাস বাড়ছে।