জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 
                                        
                                    জুলাই গণঅভ্যুত্থানপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতারা সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে অংশ নেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারতের পর এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। আবু সাঈদের মা মনোয়ারা বেগম এবং বাবা মকবুল হোসেনের চোখে ছিল অশ্রু। এই হৃদয়বিদারক পরিবেশে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতারা। আবু সাঈদের মা মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে দোয়া করেন।
এ সময় এনসিপির নেতারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ শুধু একটি ছাত্রের গল্প নয়, এটি একটি নতুন বাংলাদেশের স্বপ্নের ভিত্তি। এনসিপি এই স্বপ্ন পূরণে জুলাই পদযাত্রার মাধ্যমে সারাদেশে গণসচেতনতা সৃষ্টি করবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।
পীরগঞ্জ থেকে যাত্রা শুরু করে এনসিপির 'জুলাই পদযাত্রা' গাইবান্ধা হয়ে বিকেল তিনটায় রংপুর নগরীতে পৌঁছাবে। সেখানে পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড়ে পদযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে পথসভা আয়োজনের কথা রয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, এই পদযাত্রা পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির লক্ষ্য হলো—জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ, আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া এবং জনগণকে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে সম্পৃক্ত করা।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        