বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিতে নতুন দাবি!
 
                                        
                                    শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ানোর সুপারিশ করেছে। এতে মোট ১,৫০০ টাকা ভাতা বৃদ্ধি পাবে। তবে আন্দোলনরত শিক্ষকরা মনে করছেন, নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি করা উচিত।
এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী বলেন, “আমরা ২০ শতাংশ বাড়িভাড়া চেয়েছি। এই দাবির দ্রুত বাস্তবায়নের জন্য আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে ২০ শতাংশের হিসাব জমা দেব।”
প্রস্তাব কার্যকর হলে জুনিয়র শিক্ষকদের বাড়ি ভাড়া প্রায় তিন হাজার এবং সহকারী শিক্ষকদের সাড়ে তিন হাজার টাকা হবে। শিক্ষক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শতাংশ হারে বাড়ানো হলে সকল স্তরের শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন। অন্যদিকে নির্দিষ্ট অঙ্কে বৃদ্ধি পেলে পরে আর বাড়ানো সম্ভব হবে না।
মো. রাশেদ মোশাররফ বলেন, “স্বাধীনতার পর থেকেই শিক্ষকরা বৈষম্যের শিকার। বাড়ি ভাড়া অবশ্যই শতাংশ আকারে বৃদ্ধি করতে হবে। দাবি মেনে না নিলে শিক্ষকরা আবারও আন্দোলনে নামবে।”
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        