শুধু মাত্র নিবন্ধিত সিম ও ফোনই চলবে ১৬ ডিসেম্বরের পর থেকে!
আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সিস্টেমটি বাস্তবায়নের পর শুধু নিবন্ধিত সিমের সঙ্গে সমন্বয় করে নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই কার্যকর থাকবে এবং অনিবন্ধিত ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যাবে। "
প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষা, ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ সুরক্ষা এবং রাজস্ব আদায়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম (এনইআইআর)।
আজ (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সিস্টেমটি বাস্তবায়নের পর শুধু নিবন্ধিত সিমের সঙ্গে সমন্বয় করে নিবন্ধিত হ্যান্ডসেটগুলোই কার্যকর থাকবে এবং অনিবন্ধিত ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যাবে। "


