নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে গণফোরামের স্বাক্ষর!
 
                                        
                                    জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট ২৫টি রাজনৈতিক দল সনদটিতে স্বাক্ষর করল।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের এলডি হলে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাক্ষর শেষে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, “বাহাত্তরের চার মূলনীতি থাকলে জুলাই সনদ পূর্ণতা পেতো। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংশোধনের আশ্বাস পেয়ে আমরা এতে স্বাক্ষর করেছি। নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার বর্তমান সরকার পেয়েছে, সেটি বাস্তবায়নের দায়িত্ব সবার।”
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন রাষ্ট্র সংস্কারের সাথেও দলটি যুক্ত থাকবে। প্রতিটি রাজনৈতিক দলই জুলাই সনদের অংশীদার। এটি ঐকমত্য কমিশনের একক দলিল নয়, বরং সবার রাজনৈতিক অঙ্গীকার।”
তিনি এখনও সনদে স্বাক্ষর না করা দলগুলোকেও এতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        