জুলাই সনদ নিয়ে ভিন্নমত: অনিশ্চয়তায় নির্বাচন!
 
                                        
                                    জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ভিন্নমত। আইনগত ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো কখনও ঐকমত্যে এলেও আবার মুখোমুখি অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এ ভিন্নমত নির্বাচনের ভবিষ্যৎকেই অনিশ্চয়তায় ফেলছে।
সংশোধিত খসড়া হাতে পাওয়ার পর বিএনপি জানায়, তাতেও অসামঞ্জস্য রয়ে গেছে। একইসঙ্গে জামায়াত ও এনসিপি স্পষ্টভাবে জানিয়েছে, তারা সনদে সন্তুষ্ট নয়। বিশ্লেষকদের মতে, এই অবস্থান সনদের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বলেন, “না তত্ত্বাবধায়ক সরকার, না উচ্চকক্ষ, না সাংবিধানিক প্রতিষ্ঠান—কোনও ক্ষেত্রেই সুস্পষ্ট সমাধান আসছে না। এতে এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি থেকেই যায়।”
তিনি সতর্ক করে বলেন, "যদি আলোচনার টেবিলে সমাধান না আসে, তবে জুলাই সনদে স্বাক্ষর না করা দলগুলো নির্বাচনে অংশ নেয়ার পরিবর্তে আন্দোলনের পথও বেছে নিতে পারে।"
রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন, শুধু জুলাই সনদ নয়, জনআকাঙ্ক্ষা পূরণের জন্য গণপরিষদ গঠন জরুরি। তাঁর ভাষায়, “আমরা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আছি। জনগণের অভিপ্রায়কে সামষ্টিক রূপ দিতে হলে গণপরিষদ ছাড়া বিকল্প নেই। অথচ বারবার টালবাহানার মাধ্যমে ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখার চেষ্টা চলছে।”
বিশ্লেষকরা বলছেন, "জুলাই সনদে কী লেখা হলো তা নয়, বরং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর পারস্পরিক আস্থাই নির্ধারণ করবে সামনের রাজনৈতিক বাস্তবতা। আস্থা গড়ে না উঠলে সংঘাত, অবিশ্বাস ও অস্থিতিশীলতা বাড়বে বলেই আশঙ্কা তাদের।"
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                         
                                                        