ময়মনসিংহে ট্রেনে আগুন লাগিয়ে দেয় নাশকতাকারী দুর্বৃত্তদল!
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা আগুনে ট্রেনের কিছু সিট পুড়িয়ে দেয় এবং অন্যান্য সিটে গানপাউডার জাতীয় পদার্থ ছড়িয়ে রাখে। কিন্তু আনসার সদস্যদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাহসী পদক্ষেপে নাশকতা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ ছিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বলেন, স্টেশন প্ল্যাটফর্মের অন্ধকার সুযোগ নিয়েই দুর্বৃত্তরা ভোররাতে ট্রেনে আগুন দেয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


